ads

নবিজীর (সাঃ) ওসিয়ত। পর্ব ১।

নবিজীর (সাঃ) ওসিয়ত।



বিসমিল্লাহির রাহমানির রাহীম
নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লামের ওসীয়ত তাঁর চাচাতাে ভাই আলী ইবন আবু তালিব (রা)-এর উদ্দেশে | খালিদ ইবন জাফর ইবন মুহম্মদ (র)..... আলী ইবন আবু তালিব (রা) থেকে বর্ণনা করেন যে, হযরত আলী (রা) বলেন, আমাকে রাসূলুল্লাহ (সা) বলেছেন ।

১. হে আলী! মূসা (আ)-এর কাছে হারুন (আ)-এর মর্যাদা যেরূপ, আমার কাছেও তােমার মর্যাদা সেরূপ। তবে আমার পর আর কোন নবী নেই।' | আমি তােমাকে কিছু ওসীয়ত করি। যদি তুমি তা গ্রহণ কর, তবে তুমি বেঁচে থাকবে সুখী ও সৌভাগ্যবান হয়ে, আর তােমার মৃত্যু হবে শহীদ অবস্থায়। কিয়ামতের দিন তােমার প্রতিপালক তােমাকে পুনরুত্থান করবেন ফকীহ ও আলিম রূপে।

২, আলী! মুমিনের আলামত তিনটি ? ক, সালাত, খ, ইবাদতে রাত জাগা ও গ.দান-খয়রাত করা।

৩. আলী! মুনাফিকের আলামত তিনটি ? ক. সে মানুষের সামনে সালাত আদায় করে মনোেযােগী হয়ে , খ, একা সালাত আদায় করলে তখন সে অমনােযােগী হয়ে তড়িঘড়ি করে সালাত আদায় করে, গ মজলিসে আল্লাহকে স্মরণ করে কিন্তু নির্জনে তার প্রতিপালককে সে ভুলে যায়।

৪. আলী! যালেমের আলামত তিনটি ? ক, শক্তি দিয়ে দুর্বলের উপর কর্তত করে, খ. লােকের ধন-সম্পদ জোর করে ছিনিয়ে নেয় ও গ, খাদ্যবস্তুতে হালাল-হারামের পার্থক্য করে না ।

৫. আলী! হিংসুকের আলামত তিনটি ? ক, সামনে চাটুকারী করে, খ, পেছনে : গীবত করে ও গ. দুঃখের সময় আনন্দিত হয়।

৬. আলী! মুনাফিকের আলামত তিনটি ? ক. সে মিথ্যা বলে, খ, ওয়াদা ভঙ্গ করে ও গ, আমানতের খেয়ানত করে। আর উপদেশের কোন উপকার হয় না।

৭. আলী! অলসের কয়েকটি আলামত রয়েছে : ক. সে আল্লাহর ইবাদতে অলসতা করে, খ, সালাত এত বিলম্বে আদায় করে যে, তার নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যায়, গ, অপচয় ও ত্রুটি করে।

৮. আলী! তাওবাকারীর আলামত তিনটি ? ক. হারাম থেকে পরহেয় করা, খ. জ্ঞানানুন্ধানে ধৈর্য ধারণ ও গ, সে কখনাে পাপের দিকে ফিরে যায় না, যেমন দোহানাে দুধ পুনঃ বাটে প্রবেশ করে না।

৯, আলী! জ্ঞানী লােকের আলামত তিনটি ? ক. দুনিয়াকে তুচ্ছ মনে করা, খ. সহিষ্ণু হওয়া ও গ. বিপদাপদে ধৈর্যধারণ।

১০. আলী! ধৈর্যশীলগণের আলামত তিনটি ? ক. যে সম্পর্ক ছিন্ন করে, তার সাথে সে সম্পর্ক রক্ষা করে, খ, যে তাকে বঞ্চিত করে তাকে সে দান করে ও গ, যে তার প্রতি যুলুম করে সে তাকে অভিশাপ দেয় না।

১১. আলী! আহম্মকের আলামত তিনটি ? ক, আল্লাহ্র ফরয ইবাদতে অবহেলা করা, খ. আল্লাহর যিকির ব্যতীত অতিরিক্ত কথা বলা ও গ. আল্লাহর বান্দাদের ত্রুটি বের করা।

১২. আলী! সৌভাগ্যবান ব্যক্তির আলামত তিনটি ? ক. হালাল খাওয়া, য, জ্ঞানীদের সঙ্গে বসা ও গ. পাঁচওয়াক্ত সালাত ইমামের সঙ্গে আদায় করা।

১৩, আলী! হতভাগ্য লােকের আলামত তিনটি ? ক, হারাম খাওয়া, খ. ইলম থেকে দূরে থাকা ও গ, একা একা সালাত আদায় করা।

১৪. আলী! নিষ্ঠাবান ব্যক্তির আলামত তিনটি ? ক. সে আল্লাহর ইবাদতে অগ্রগামী হয়, খ, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কাজ ও বস্তু থেকে বিরত থাকে ও গ, যে তার সাথে দুর্ব্যবহার করে সে তার সাথে সদ্ব্যবহার করে।

১৫. আলী! মন্দ লােকের আলামত তিনটি ? ক. সে আল্লাহর আনুগত্য ভুলে যায়, খ, আল্লাহর বান্দাদের কষ্ট দেয় ও গ, যে তার উপকার করে সে তার অপকার করে।

১৬. আলী! সৎলােকের আলামত তিনটি ? ক. সৎকাজের মাধ্যমে যে তার ও লােকের মধ্যকার সম্পর্ক ভাল করে, খ. পরহেযগারীর মাধ্যমে পাপ থেকে বেঁচে থাকে ও গ, নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্যও তা পছন্দ করে।

১৭. আলী! মুত্তাকীর আলামত তিনটি ? ক. সে অসৎ সঙ্গ বর্জন করে, খ. মিথ্যা বলে না ও গ, হারাম থেকে বাঁচার জন্য অনেক হালালকেও ত্যাগ করে।

১৮. আলী! ফাসিক ব্যক্তির আলামত তিনটি ? ক, দুর্বলের উপর প্রাধান্য বিস্তার করা, খ, অল্পতে তুষ্ট না হওয়া ও গ. উপদেশ থেকে উপকৃত না হওয়া।

১৯. আলী! সিদ্দীক বা সত্যবাদী ব্যক্তির আলামত তিনটি ? ক. ইবাদত প্রকাশ করা, খ, গােপনে সাদাকা করা ও গ. মুসীবত কারাে কাছে প্রকাশ না করা।

২০. আলী! ফাসিক লােকের আলামত তিনটি ? ক. ফাসাদ পছন্দ করা, খ. আল্লাহর বান্দাদের কষ্ট দেওয়া ও গ. সৎ কাজ ও সত্য পথ থেকে দূরে থাকা।

প্রিয় পাঠকঃ আগামীকাল ইনশাআল্লাহ্‌ আরো ২০টি দেওয়া হবে। ওমা তাওফিকী ইল্লা বিল্লাহ্।

No comments

Powered by Blogger.