ads

ইসলামিক উপন্যাস। মহিয়সী নারী। পর্ব ৪

ইসলামিক উপন্যাস। মহিয়সী নারী পর্ব ৪।



এক বছর পর। নাজিফার বয়স এখন ৯ বছর। মাযহারুল ইসলাম সাহেবের মনের সাধ পূরন হয়েছে। নাজিফা পবিত্র কুরআনের হাফেজা হয়েছে। এ কথা ভাবতেই নাজিফার ভাল লাগছে যে, এখন বাড়িতে বসেই কুরআন শরীফ ইয়াদ করতে পারবে। পারবে বাবা-মাকে এক দেড় পারা করে শুনাতে, কস্ট করে আর মাদ্রাসায় যেতে হবেনা। হেফজ্ খানার নিয়ম হলো হেফজ্ শেষ হওয়ার পরও শিক্ষার্থীকে আরো ১ বছর বা অন্তত কয়েক মাস হলেও হেফজ্ বিভাগে পড়তে হয় এবং হেফজ্ করা কুরআন পুনরায় শুনাতে হয়, যেন হেফজ্ ভাল হয় এবং ভুলার সম্ভাবনা না থাকে। নাজিফার হেফজ্ সবে মাত্র শেষ হয়েছে। হেফজ্ খানার নিয়ম অনুযায়ী অন্তত কয়েক মাস তার কুরআন শুনানোর প্রয়োজন ছিলো। কিন্তু নাজিফা যেহেতু মেBএবং শিক্ষকগন যেহেতু পুরুষ সেইসাথে নাজিফার বয়সও এখন ৯-বছর, তাই নাজিফাকে বাড়িতে বসেই কুরআন শরীফ ইয়াদ করার পরামর্শ দিলেন তার শিক্ষক। মাদ্রাসা থেকে বিদায় নিয়ে আসার সময় নাজিফার শিক্ষক নাজিফাকে উপদেশ দিয়ে বললেন,

     মা- নাজিফা একটি কথা সবসময় স্বরন রাখবে, অন্যসব মেয়ে এবং তুমি এক নও, তুমি আল্লাহ্ তায়ালার কালাম পবিত্র কুরআনের হাফেজা। তাই তোমার সাথে অন্য কোন মেয়ের তুলনা হয়না। কাজেই তোমার আমল- আখলাক হতে হবে অন্য মেয়েদের থেকে আলাদা। অন্যদের সাথে তোমার তাল মিলালে চলবেনা। আল্লাহ্ পাক তোমাকে যে সম্মান দান করেছেন, ত ধরে রাখার চেস্টা করবে সবসময়। যত ব্যস্ততাই থাক না কেনো, দিনে কমপক্ষে পাঁচবার কুরআন শরীফ তেলাওয়াত করবে। দোয়া করি, মহান আল্লাহ্ তায়ালা তোমাকে কুরআনের অসীলায় মর্যাদার উচ্চশিখরে পৌছে দিক। এরপর নাজিফা শিক্ষকের দোয়া নিয়ে বাড়ি চলে এলো। আসার সময় শুধু তার চোখেই নয়, প্রিয় উস্তাদসহ উপস্থিত সবার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠলো। হেফজ্ শেষ হওয়ায় নাজিফার পড়ার চাপ এখন কিছুটা হালকা হয়েছে পূর্বের তুলনায়। নাজিফা এখনও পর্যন্ত বালেগা হয়নি। তথাপি সে পর্দা রক্ষা করেই স্কুলে যায়। এক্ষেত্রে নাজিফার পিতা মাযহারুল ইসলাম সাহেবের ভূমিকাই উল্লেখযোগ্য। তিনি নাজিফার ব্যাপারে খুবই সতর্ক ও যত্নবান। কেননা তিনি জানেন, জন্মদাতা পিতা হওয়া সহজ কিন্তু আদর্শবান পিতা হওয়া সহজ নয়। এর জন্যে প্রয়োজন কিছু দায়িত্ববোধ। এ দায়িত্ববোধ থেকেই তিনি অন্যসব পিতাদের চেয়ে আপন সন্তানের প্রতি একটু বেশী দায়িত্বশীল।
 প্রিয় পাঠক,৫ নম্বর পর্ব আগামীকাল ইনশাআল্লাহ আপনাদের মাঝে প্রকাশ করবো দোয়া করিবেন, মহান আল্লাহ্ তায়ালা আমাকে যেন সফলতা দান করেন, এবং আল্লাহ্ তায়ালা আমাকে দ্বীনের খেদমতে কবুল করেন। আমীন ছুম্মা আমীন -----------------------------------------------------------------------

সিরিজঃ মহীয়সী নারী। পার্ঠ (৪)
লেখকঃ মাওলানা মুহাম্মাদ মফীজুল ইসলাম
সংকলনেঃ আমি হাফেজ মুহাম্মাদ জিয়াউর রহমান

No comments

Powered by Blogger.