ads

নবিজীর (সাঃ) ওসিয়ত। পর্ব ২।

নবিজীর (সাঃ) ওসিয়ত। পর্ব ২।



২১. আলী! নীচ লােকের আলামত তিনটি ? ক. আল্লাহর নাফরমানী করা, খ, প্রতিবেশীদের কষ্ট দেওয়া ও গ. ঔদ্ধত্য ও উচ্ছংখলতা পছন্দ করা।

২২. আলী! অপমানিত লােকের আলামত তিনটি ? ক. মিথ্যার প্রাচুর্য, খ, অসত্য শপথের আধিক্য ও গ. মানুষের কাছে নিজের প্রয়ােজন প্রকাশ করা ।..

২৩. আলী! আবিদ ব্যক্তির আলামত তিনটি ? ক. আল্লাহ্র ইচ্ছার প্রতি অনুগত থাকা, খ, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রবৃত্তি দমন করা ও গ. আল্লাহর সামনে ইবাদতে দীর্ঘক্ষণ দাঁড়ানাে।

২৪. আলী! নিষ্ঠাবানগণের আলামত তিনটি ? ক. সম্পদ অপছন্দ করা, খ, প্রশংসা অপছন্দ করা ও গ, হারামকে অপছন্দ করা।

২৫. আলী! জ্ঞানী ব্যক্তির আলামত তিনটি ? ক. সত্য কথা বলা, খ, হারাম থেকে পরহেয করা ওগ. লােকের সামনে বিনয়ী হওয়া।

২৬. আলী! দানশীল ব্যক্তির আলামত তিনটি ? ক. ক্ষমতাবান হয়েও ক্ষমা করা, খ, যাকাত দেওয়া ও গ, সাদাকা দেওয়া ভালবাসা।

২৭. আলী! কৃপণের আলামত তিনটি ? ক. কবরকে ভয় করা, খ. ভিক্ষুককে ভয় পাওয়া ও গ. যাকাত না দেওয়া।

২৮. আলী! ধৈর্যশীলদের আলামত তিনটি ? ক. আল্লাহর ইবাদতে ধৈর্যধারণ , খ. আল্লাহর নাফরমানী থেকে বিরত থাকার ধৈর্য ও গ, আল্লাহর আদেশ পালনে ধৈর্যধারণ।।

২৯. আলী! ফাসিক লােকের আলামত তিনটি ? ক. আল্লাহর কৌশল ও আযাব থেকে নিশ্চিন্ত থাকা, খ. আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া ও গ, আল্লাহর নির্দেশ মেনে নিতে ভয় পাওয়া।


৩০. আলী! কিয়ামত দিবসে আল্লাহতা'আলা একদল লােককে জান্নাতের দিকে যেতে নির্দেশ দিবেন। তারা জান্নাতের দরজার কাছে পৌছার পর তাদেরকে জাহান্নামের দিকে ফিরিয়ে নেওয়া হবে। যখন সব দিক থেকে জাহান্নামের আগুন তাদের ঘিরে ফেলবে, তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক! আমাদের জান্নাত দর্শনের পূর্বেই যদি জাহান্নামে প্রবেশ করাতেন! তখন মহান আল্লাহ বলবেন, আমি তােমাদের বেলায় এরূপই করতে ইচ্ছা করেছি। কারণ, তােমরা জীবন কাটিয়েছ হারামের মধ্যে, মরেছ পাপাবস্থায়, আমার বিরােধিতা করেছ কবীরা গুনাহ করে।

৩১. আলী! যে মুসলিমের সঙ্গে তােমার সাক্ষাত হয় , তাকে তুমি সালাম করবে। এতে আল্লাহ তা'আলা তােমার জন্য বিশটি নেকি লেখবেন, যখন তুমি দান করবে তখন তােমার কাছে যা আছে তন্মধ্য হতে যা উত্তম তা দান করবে। কারণ, তােমার হায়াতে যা দান করবে , তা তােমার জন্য তােমার মৃত্যুর পর দান করা থেকে অধিক উপকারী হবে।

৩২. আলী! দম্ভ করবে না, আল্লাহ দাস্তিকদের পছন্দ করেন না। তােমার হৃদয়ে যেন ব্যথা থাকে কারণ, যার হৃদয় ব্যথিত তাকে আল্লাহ্ পছন্দ করেন।

 ৩৩. আলী! দান করে যে তা ফিরিয়ে নেয়, সে যেন বমি করে পুনরায় তা গলাধকরণ করে।

৩৪. আলী! কেউ যেন দান করে তা ফিরিয়ে না নেয়, তবে পিতা-মাতা সন্তানকে যে দান করেন তা ফিরিয়ে নিতে পারে ।

৩৫. আলী! তুমি প্রফুল্ল থাকবে, আর মুখ কালা করে থেকো না।

৩৬. আলী! তুমি আল্লাহরই সন্তুটির জন্য কাজ করবে, যখন তুমি ব্যয় করবে তখন আল্লাহরই জন্য ব্যয় করবে । কেননা দীনের কাজে লােক-দেখানাে মনােভাব নিয়ে কাজ করা এমন, যেমন সঞ্চিত লাকড়ী আগুন দিয়ে পুড়িয়ে ফেলা।

৩৭. আলী! তুমি খালেছ আল্লাহরই জন্য আমল করবে। কারণ, আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমল করা হয় আল্লাহ সে আমলই পছন্দ করেন, আমার উম্মতের উপর দীনের কাজে লােক-দেখানাে ভাবটি (রিয়া) অন্ধকার রাতে মসৃণ পাথরের উপর পিপড়ার বিচরণের চাইতেও সূক্ষ্ম ও গােপনীয় । রিয়া হলাে ছােট কুফরী। আল্লাহ্ তা'আলা ইরশাদ করেছেন, “কাজেই যে তার প্রতিপালকের সাক্ষাত কামনা করে, সে যেন সৎকাজ করে ও তার প্রতিপালকের ইবাদতে কাউকেও শরীক। না করে।"

৩৮, আলী! প্রতিটি নতুন দিন বলে থাকে যে, হে বনী আদম! আমি নতুন দিন, আমি তােমার প্রতি সাক্ষী। তাই তােমার কথা ও আমলের প্রতি তুমি লক্ষ্য রাখখা। রাতও অনুরূপ বলে । তাই তুমি দিনে ও রাতে সক্কাজ করবে। '

৩৯. আলী! কারাে মধ্যে কোন দোষ থাকলেও তুমি কখনাে কারাে গীবত করবে । কেননা, সব গােশতেই রক্ত থাকে। গীবতের কাফফারা হলাে—যার গীবত করা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা।

৪০. আলী! যদি তােমাকে আল্লহ তা'আলা চারটি গুণ দিয়ে সম্মানিত করেন তবে দুনিয়ার অন্য কিছু না পেলেও এর জন্য তােমার আক্ষেপ করার কিছুই নেই। সে চারটি গুণ হলাে ঃ ক, সত্য কথা বলা, খ. আমানত রক্ষা করা, গ. নিজে অভাব ও কার্পণ্য মুক্ত হওয়া ও ঘ, হারাম থেকে উদর রক্ষা করা। 

No comments

Powered by Blogger.