নদীতে বালক।
নদীতে বালক।
নদীতে বালক সনাতন রূপ: একটা ছেলে নদীর পানিতে গােসল করতে করতে হঠাৎ গভীর পানিতে চলে গিয়ে প্রায় ডুবে যাচ্ছিল। সে প্রাণপনে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে একজন মানুষ নদীর তীরে এসে দাড়ালাে। সে ছেলেটাকে উদ্ধার করার কোন চেষ্টা না করে তার নির্বুদ্ধিতার জন্যে বকাবকি করতে থাকে। ছেলেটা করুণ স্বরে বলল, আমাকে আগে পানি থেকে তুলুন তারপরে যত ইচ্ছা বকাবকি করতে চান করুন।
সুবচন: বিপদে মুখের কথা নয়, সত্যিকারের সাহায্য চাই।
আধুনিক রূপ: একটা ছেলে নদীর পানিতে গােসল করতে করতে হঠাৎ গভীর পানিতে চলে গিয়ে প্রায় ডুবে যাচ্ছিল। পানিতে খাবি খেতে খেতে সে প্রাণপনে চিল্কার করতে থাকে। তার চিৎকার শুনে পাশের রাস্তা থেকে একজন লোেক ছুটে আসে, সে নদীর তীরে দাড়িয়ে জিজ্ঞেস করল, কি হল, চিৎকার করছ কেন? | বাঁচাও। আমাকে বাঁচাও। ছেলেটা পানিতে খাবি খেতে খেতে বলল, আমি ডুবে যাচ্ছি! তুমি সাঁতার জান না? সাঁতার না জেনে তুমি নদীর পানিতে নেমেছ? তুমি তাে মস্ত বড় আহাম্মক। ছেলেটা ডুবতে ডুবতে কোনমতে ভেসে উঠে বলল, বাঁচাও! সাঁতার কত দরকারী জান? মানুষটা দুই হাত নেড়ে বলল, এই দেশে শুধু নদী-খাল-বিল, যেদিকে তাকাও সেদিকে শুধু পানি সাঁতার না জানলে এই দেশে মানুষ বাঁচবে কেমন করে? শুধু কি তাই? সঁতার হচ্ছে শ্রেষ্ঠ ব্যায়াম। সাঁতারে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়। বক্ষ প্রসারিত হয়, ফুসফুস শক্তিশালী হয়, হাত পায়ের মাংশপেষী দৃঢ় হয় ছেলেটা প্রায় ডুবে যাচ্ছিল কোনমতে মাথাটা উপরে তুলে বলল, বাঁচাও বাঁচাও আমাকে - মানুষটা ছেলের কথাকে উপেক্ষা করে বলল, সব মানুষের সাঁতার শেখা উচিৎ। মানুষেরা সাইকেল চালানে শিখে, সিগারেট খাওয়া শিখে, তাশ খেলা শিখে কিন্তু সাঁতার শিখতে চায় না। সাঁতার না শিখলে বেঁচে থাকবে কেমন করে ? পৃথিবীর চার ভাগের তিন ভাগই হচ্ছে পানি। সাঁতার শিখে আমরা যদি সেই পানিকে সম্মান না দেখাই ছেলেটা ডুবতে ডুবতে কোন মতে ভেসে বলল, আগে আমাকে পানি থেকে টেনে তুলেন তারপর না হয় লেকচার দেবেন— | লােকটা উদাস মুখে বলল, আমি তাে তােমাকে পানি থেকে টেনে তুলতে পারব না। ছেলেটা আর্তনাদ করে বলল, কেন? পানিতে নামব কেমন করে? আমি তাে সাঁতার জানি না!
দুর্বচন: সঁতার না জেনে পানিতে নামতে হয় না।
নদীতে বালক সনাতন রূপ: একটা ছেলে নদীর পানিতে গােসল করতে করতে হঠাৎ গভীর পানিতে চলে গিয়ে প্রায় ডুবে যাচ্ছিল। সে প্রাণপনে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে একজন মানুষ নদীর তীরে এসে দাড়ালাে। সে ছেলেটাকে উদ্ধার করার কোন চেষ্টা না করে তার নির্বুদ্ধিতার জন্যে বকাবকি করতে থাকে। ছেলেটা করুণ স্বরে বলল, আমাকে আগে পানি থেকে তুলুন তারপরে যত ইচ্ছা বকাবকি করতে চান করুন।
সুবচন: বিপদে মুখের কথা নয়, সত্যিকারের সাহায্য চাই।
আধুনিক রূপ: একটা ছেলে নদীর পানিতে গােসল করতে করতে হঠাৎ গভীর পানিতে চলে গিয়ে প্রায় ডুবে যাচ্ছিল। পানিতে খাবি খেতে খেতে সে প্রাণপনে চিল্কার করতে থাকে। তার চিৎকার শুনে পাশের রাস্তা থেকে একজন লোেক ছুটে আসে, সে নদীর তীরে দাড়িয়ে জিজ্ঞেস করল, কি হল, চিৎকার করছ কেন? | বাঁচাও। আমাকে বাঁচাও। ছেলেটা পানিতে খাবি খেতে খেতে বলল, আমি ডুবে যাচ্ছি! তুমি সাঁতার জান না? সাঁতার না জেনে তুমি নদীর পানিতে নেমেছ? তুমি তাে মস্ত বড় আহাম্মক। ছেলেটা ডুবতে ডুবতে কোনমতে ভেসে উঠে বলল, বাঁচাও! সাঁতার কত দরকারী জান? মানুষটা দুই হাত নেড়ে বলল, এই দেশে শুধু নদী-খাল-বিল, যেদিকে তাকাও সেদিকে শুধু পানি সাঁতার না জানলে এই দেশে মানুষ বাঁচবে কেমন করে? শুধু কি তাই? সঁতার হচ্ছে শ্রেষ্ঠ ব্যায়াম। সাঁতারে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়। বক্ষ প্রসারিত হয়, ফুসফুস শক্তিশালী হয়, হাত পায়ের মাংশপেষী দৃঢ় হয় ছেলেটা প্রায় ডুবে যাচ্ছিল কোনমতে মাথাটা উপরে তুলে বলল, বাঁচাও বাঁচাও আমাকে - মানুষটা ছেলের কথাকে উপেক্ষা করে বলল, সব মানুষের সাঁতার শেখা উচিৎ। মানুষেরা সাইকেল চালানে শিখে, সিগারেট খাওয়া শিখে, তাশ খেলা শিখে কিন্তু সাঁতার শিখতে চায় না। সাঁতার না শিখলে বেঁচে থাকবে কেমন করে ? পৃথিবীর চার ভাগের তিন ভাগই হচ্ছে পানি। সাঁতার শিখে আমরা যদি সেই পানিকে সম্মান না দেখাই ছেলেটা ডুবতে ডুবতে কোন মতে ভেসে বলল, আগে আমাকে পানি থেকে টেনে তুলেন তারপর না হয় লেকচার দেবেন— | লােকটা উদাস মুখে বলল, আমি তাে তােমাকে পানি থেকে টেনে তুলতে পারব না। ছেলেটা আর্তনাদ করে বলল, কেন? পানিতে নামব কেমন করে? আমি তাে সাঁতার জানি না!
দুর্বচন: সঁতার না জেনে পানিতে নামতে হয় না।





No comments
Post a Comment