Boya By - M1, How to use Boya by m1 micro mic in your Smartphone easyly, কিভাবে Boya by m1 মোবাইলে ব্যবহার করব?
Boya By - M1, How to use Boya by m1 micro mic in your Smartphone easyly, কিভাবে Boya by m1 মোবাইলে ব্যবহার করব?
আসসালামু আলাইকুম। Attention please
প্রিয় ইউটিউবার। আপনারা যারা boya by m1 Mic : আপনার মোবাইলে ইউজ করতে পারছেন না। তারা এই পোষ্টটি পড়ুন, অবশ্যই কাজ করবে ইনশাআল্লাহ্।
১মঃ তো বন্ধু প্রথমে আপনি আপনার Microphone টি off/smartphone এই অপশনটি চালু করে দিবেন, তারপরে সেটি মোবাইলে প্লাগিন করবেন, এই অপশনটি চালু না করে মোবাইলে প্লাগিন করলে, কাজ করবে না। যেমন আপনি হয়ত এটা করবেন যে, আগে আপনার মাইক্রোফোন,টি মোবাইলে প্লাগ করে তারপর আপনার microphone এর off/smartphone option টি চালু করছেন। এক্ষেত্রে কিন্তু অডিও রেকোর্ড হবেনা। এজন্যে মাইক্রোফোনের 3mm জ্যাকটি আপনার মোবাইলে প্লাগ করার আগে এই বিষয়টি খেয়াল রাখবেন।
ল ২য়ঃ আপনি এটা অবশ্যই open camera app এর সাথে connected করবেন, এবং open camera setting এর video setting এ গিয়ে Aidio Source এ গিয়ে সেখানে External Mic (if Presentation) এই অপশনটি চালু করে দিবেন।
৩য়ঃ এটা অবশ্যই খেয়াল রাখবেন যে, আপনার অডিও রেকোর্ড করার সময় যেন আপনার ফোনে Media Volume 0% এ থাকে। তাহলে অডিও ক্লিয়ার আসবে। আর যদি মেডিয়া ভলিউম বাড়ানো থাকে তাহলে সেক্ষেত্রে অডিওটা ক্লিয়ার আসবেনা। এজন্যে মাইক্রোফোন সেটাপ করার আগে সেটা দেখে নিবেন ইনশাআল্লাহ্।
৪র্থঃ আপনার মাইক্রোফোন ইউজ করার আগে অবশ্যই আপনার মাইক্রোফোনের ব্যাটারি,টি চেক করে নিবেন যে, সেটাতে চার্জ আছে কিনা/। প্রয়োজনে ব্যাটারি চেইঞ্জ করে নিবেন। তো বন্ধু আশা করছি এই সমস্যায় ভুক্তভোগীদের জন্যে এই পোষ্টটি উপকারে আসবে ইনশাআল্লাহ্। আসলে এই টপিকের উপর একটি ভিডিও বানিয়ে দিতে পারলে অনেকের উপকার হতো। কিন্তু দুঃখিত এই জন্যেই যে, আমাদের চ্যানেলটি টেক বিষয়ক চ্যানেল নয়। মূলত আমাদের চ্যানেলটি ইসলামিক বিষয়বস্তু নিয়েই। কাজেই এই ধরনের ভিডিও আপলোড করার ইচ্ছে নেই। আশা করছিঃ অনেকের উপকারে আসবে এই পোষ্টটি। যদি পোষ্টটি ভাল লাগে তাহলে নিচের লিংক থেকে আমাদের চ্যানেলটি ভিজিট করুন এবং ভাল লাগলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।
Www.youtube.com/Mariamedia24





No comments
Post a Comment