ads

কলস ভর্তি সােনা। মুসলমানের হাসি।

কলস ভর্তি সােনা। মুসলমানের হাসি।


আগেকালের উম্মতের মধ্যে অনেক ভাল ভাল লােক অতিক্রম করে গেছেন। হাদীস শরীফে এরূপ একটি ঘটনা রয়েছেঃ এক ব্যক্তি তার বাড়ী বিক্রী করেছিল। খরিদ্দার বাড়ী দখল করার পর সেখানে (মাটির নীচে) সােনা ভর্তি একটি কলস পেয়ে গেল। তখন সে কলসটি নিয়ে বাড়ী বিক্রেতার কাছে গিয়ে বললাে, “ভাই আপনার কলস নিন। কলসটি আপনার বাড়ীতে পাওয়া গেছে।” বিক্রেতা বললাে, “আমি তাে বাড়ী আপনার কাছে বিক্রী করে দিয়েছি। সুতরাং এই কলসটি আমার হয় কিভাবে ? আপনি বাড়ী খরিদ করেছেন। সুতরাং বাড়ী আপনার এবং কলসও আপনার।” লােকটি বললাে, “তা হয় না। আমি বাড়ীর জন্যে টাকা দিয়েছি, কিন্তু কলসের জন্যে কোন টাকা দেইনি। সুতরাং কলস আপনারই হবে।” অতঃপর আইনতঃ কলসটি যারই হউক এই ঘটনা থেকে তাদের এখলাছের এক জ্বলন্ত চিত্র ফুটে উঠেছে। বস্তুতঃ আমাদেরকেও ঐরূপ হতে হবে। তাহলে আমাদের মধ্যে কোন গীবত থাকবে না, ঝগড়া থাকবে না, মামলা-মকদ্দমা থাকবে না, শুধু থাকবে পরস্পর এখলাছ ও ভালবাসা। আর আল্লাহর রহমত ও শান্তির অফুরন্ত প্রবাহ। 

No comments

Powered by Blogger.