ঈশপের গল্প। লেজকাটা শেয়াল।
ঈশপের গল্প। লেজকাটা শেয়াল।
সনাতন রূপ: একটা শেয়াল একবার ফাঁদে আটকা পড়ে অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে এল সত্যি কিন্তু তার লেজটি সেই ফাঁদে খােয়া গেল। লজ্জায় অপমানে শেয়ালের মনে হল যদি অন্য সব শেয়ালের লেজও কেটে ফেলা না যায় তাহলে তার বেঁচে থাকার কোন অর্থ নেই। তাই একদিন সে সব শেয়ালকে ডেকে বলল যে লেজের কোন প্রয়ােজন নেই, এটি একটি অপ্রয়ােজনীয় বােঝা ছাড়া আর কিছু নয়। লেজকাটা শেয়ালের কথা শুনে একটি বুড়াে শেয়াল বলল, যেহেতু তােমার নিজের লেজ কাটা গেছে তাই তুমি এই কথা বলছ, না হয় কোনদিন এই কথা বলতে না!'
সুবচন: যে ক্ষতিগ্রস্থ সে অন্যদেরও ক্ষতিগ্রস্থ করতে চায়।
আধুনিক রূপ: আমেরিকা থেকে এক লেজকাটা শেয়াল ফিরে এসেছে। লেজ নেই বলে তার লজ্জার শেষ নেই, অন্য শেয়ালদের সামনে সে মুখ দেখাতে পারে । তার লজ্জার অবসান করার জন্যে একদিন সে সব শেয়ালকে তার বাসার খেতে ডাকল, খাওয়ার আয়ােজন ভাল মুরগীর রােষ্ট, খাসীর কলিজা, ইলিশ মাছের ভাজা এবং খাটি দই। খাবার শেষে সবাই যখন বাইরে বসে পান খেতে খেতে সিগারেট ধরিয়েছে তখন লেজকাটা শেয়াল বলল, বন্ধুরা, তােমাদের সবাইকে যে আজকে এখানে ডেকে এনেছি তার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? লেজ নিয়ে তােমাদের সামনে কথা বলা। কি কথা? এক সময়ে আমাদের লেজের কিছু প্রয়ােজনীয়তা ছিল, মশা মাছি তাড়ানাের জন্যে সেটা ব্যবহার করা হত। আজকাল এই আধুনিক যুগে লেজের কোন প্রয়ােজনই নেই। মশা মাছি দূর করার জন্যে মশার কয়েল, পােকা দূর করার স্প্রে ব্যবহার করা হয়। তা ছাড়া ঘর বাড়ী এয়ার কন্ডিশন করা থাকে পােকা মাকড় ঢুকবে কেমন করে? সত্যি কথা বলতে কি লেজটা আজকাল একটা ফ্যাসান ছাড়া আর কিছু নয়। সবাই মাথা নেড়ে বলল, একেবারে খাটি কথা! লেজকাটা শেয়াল মুখ গম্ভীর করে বলল, এই যুগে লেজটা এখন রয়ে গেছে শুধুমাত্র একটা সামাজিক বৈষম্য তৈরী করার জন্যে। আমরা আজকাল লেজ দিয়ে শেয়ালদের মান বিচার করি। যার লেজ যত চক চকে তাকে আমরা তত সমাদর করি, ইলেকশানে ভােট দিই, রাস্তায় দেখা হলে মাথা নীচু করে সালাম দিই। আর যার লেজ ঝিরঝিরে বিবর্ণ তাকে তত উপেক্ষা করি! এটা আমাদের এক ধরণের সামাজিক সমস্যা। সবাই মাথা নেড়ে বলল, একেবারে সত্যি কথা! কাজেই, আমার শেয়াল ভাইয়েরা, আমার দৃঢ় বিশ্বাস আমরা সবাই যদি আমাদের নিজেদের লেজ কেটে ফেলি তাহলে শেয়ালে শেয়ালে কোন ভেদাভেদ থাকবে না। শেয়ালদের মাঝে একটা শােষণ মুক্ত সমাজের তৈরী হবে। শেয়ালদের দেখাদেখি তখন অন্য পশুরাও নিজেদের লেজ কেটে ফেলবে। বলা যেতে পারে তখন পশুদের জগতে একটা বিপ্লবের সৃষ্টি হবে। ফরাসী বিপ্লব থেকেও সেই বিপ্লব হবে বেশী কালজয়ী সব শেয়ালই লেজকাটা শেয়ালের কথা বিশ্বাসই করে ফেলছিল তখন হঠাৎ একজন বুড়াে শেয়াল বলল, তা বাবা আমার মনে হয় তােমার নিজের লেজ কাটা গেছে বলেই এই কথা বলছ, যদি তা না হত, কখনই এই কথা বলতে। বুড়াে শেয়ালের কথা শুনে সবাই হা হা করে হেসে উঠে বলল, সত্যি কথা ! সত্যি কথা!
লেজকাটা শেয়ালের অপমানে দুঃখে লজ্জায় প্রায় মরে যেতে ইচ্ছে করছিল, তখন কম বয়সী একজন জিজ্ঞেস করল, তা আপনার লেজটা কাটা গেল কেমন করে? লেজ কাটা শেয়াল আমতা আমতা করে বলল, আমি যখন আমেরিকা ছিলাম, তখন একদিন সবাই চিৎকার করে বলল, আপনি আমেরিকা ছিলেন ? কতদিন? প্রায় বছর পাঁচেক। সেটা তাে আগে বলবেন ! আমরা বুঝতে পারি নাই ভাই মাপ করে দিবেন। একজন আমেরিকা ফেরৎ মানুষের কথা আমরা অবিশ্বাস করে ফেলছিলাম, কি সর্বনাশ! সবাই মাথা নেড়ে বলল, কি সর্বনাশ! কি সর্বনাশ! কম বয়সী শেয়ালটি বলল, চল সবাই লেজ কেটে ফেলি আমাদের। চল, চল, আর দেরী করে কাজ নেই। ব্যথা করবে না তাে আবার? করলেই আর কত ব্যথা করবে ? লেজের গােড়ায় একটা ইনজেকশান দিয়ে স্টেরিলাইজড চাকু দিয়ে কপ করে কেটে ফেলবে। তারপর কাটা জায়গায় একটা এন্টিসেপটিক লােশান লাগিয়ে দেবে, দুই দিনে ঘা শুকিয়ে যাবে! যদি চাও একটা এন্টিবায়ােটিকের কোর্স শুরু করতে পার— পরের দিনই সব শেয়াল নিজেদের লেজ কেটে ফেলল। বুড়ােমত শেয়ালটা একটু গাঁইগুই করছিল অন্যেরা জোর করে ধরে তার লেজটাও কেটে দিল।
দুর্বচন: বিদেশের এক্সপার্টদের কথা অমৃত সমান!
সনাতন রূপ: একটা শেয়াল একবার ফাঁদে আটকা পড়ে অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে এল সত্যি কিন্তু তার লেজটি সেই ফাঁদে খােয়া গেল। লজ্জায় অপমানে শেয়ালের মনে হল যদি অন্য সব শেয়ালের লেজও কেটে ফেলা না যায় তাহলে তার বেঁচে থাকার কোন অর্থ নেই। তাই একদিন সে সব শেয়ালকে ডেকে বলল যে লেজের কোন প্রয়ােজন নেই, এটি একটি অপ্রয়ােজনীয় বােঝা ছাড়া আর কিছু নয়। লেজকাটা শেয়ালের কথা শুনে একটি বুড়াে শেয়াল বলল, যেহেতু তােমার নিজের লেজ কাটা গেছে তাই তুমি এই কথা বলছ, না হয় কোনদিন এই কথা বলতে না!'
সুবচন: যে ক্ষতিগ্রস্থ সে অন্যদেরও ক্ষতিগ্রস্থ করতে চায়।
আধুনিক রূপ: আমেরিকা থেকে এক লেজকাটা শেয়াল ফিরে এসেছে। লেজ নেই বলে তার লজ্জার শেষ নেই, অন্য শেয়ালদের সামনে সে মুখ দেখাতে পারে । তার লজ্জার অবসান করার জন্যে একদিন সে সব শেয়ালকে তার বাসার খেতে ডাকল, খাওয়ার আয়ােজন ভাল মুরগীর রােষ্ট, খাসীর কলিজা, ইলিশ মাছের ভাজা এবং খাটি দই। খাবার শেষে সবাই যখন বাইরে বসে পান খেতে খেতে সিগারেট ধরিয়েছে তখন লেজকাটা শেয়াল বলল, বন্ধুরা, তােমাদের সবাইকে যে আজকে এখানে ডেকে এনেছি তার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? লেজ নিয়ে তােমাদের সামনে কথা বলা। কি কথা? এক সময়ে আমাদের লেজের কিছু প্রয়ােজনীয়তা ছিল, মশা মাছি তাড়ানাের জন্যে সেটা ব্যবহার করা হত। আজকাল এই আধুনিক যুগে লেজের কোন প্রয়ােজনই নেই। মশা মাছি দূর করার জন্যে মশার কয়েল, পােকা দূর করার স্প্রে ব্যবহার করা হয়। তা ছাড়া ঘর বাড়ী এয়ার কন্ডিশন করা থাকে পােকা মাকড় ঢুকবে কেমন করে? সত্যি কথা বলতে কি লেজটা আজকাল একটা ফ্যাসান ছাড়া আর কিছু নয়। সবাই মাথা নেড়ে বলল, একেবারে খাটি কথা! লেজকাটা শেয়াল মুখ গম্ভীর করে বলল, এই যুগে লেজটা এখন রয়ে গেছে শুধুমাত্র একটা সামাজিক বৈষম্য তৈরী করার জন্যে। আমরা আজকাল লেজ দিয়ে শেয়ালদের মান বিচার করি। যার লেজ যত চক চকে তাকে আমরা তত সমাদর করি, ইলেকশানে ভােট দিই, রাস্তায় দেখা হলে মাথা নীচু করে সালাম দিই। আর যার লেজ ঝিরঝিরে বিবর্ণ তাকে তত উপেক্ষা করি! এটা আমাদের এক ধরণের সামাজিক সমস্যা। সবাই মাথা নেড়ে বলল, একেবারে সত্যি কথা! কাজেই, আমার শেয়াল ভাইয়েরা, আমার দৃঢ় বিশ্বাস আমরা সবাই যদি আমাদের নিজেদের লেজ কেটে ফেলি তাহলে শেয়ালে শেয়ালে কোন ভেদাভেদ থাকবে না। শেয়ালদের মাঝে একটা শােষণ মুক্ত সমাজের তৈরী হবে। শেয়ালদের দেখাদেখি তখন অন্য পশুরাও নিজেদের লেজ কেটে ফেলবে। বলা যেতে পারে তখন পশুদের জগতে একটা বিপ্লবের সৃষ্টি হবে। ফরাসী বিপ্লব থেকেও সেই বিপ্লব হবে বেশী কালজয়ী সব শেয়ালই লেজকাটা শেয়ালের কথা বিশ্বাসই করে ফেলছিল তখন হঠাৎ একজন বুড়াে শেয়াল বলল, তা বাবা আমার মনে হয় তােমার নিজের লেজ কাটা গেছে বলেই এই কথা বলছ, যদি তা না হত, কখনই এই কথা বলতে। বুড়াে শেয়ালের কথা শুনে সবাই হা হা করে হেসে উঠে বলল, সত্যি কথা ! সত্যি কথা!
লেজকাটা শেয়ালের অপমানে দুঃখে লজ্জায় প্রায় মরে যেতে ইচ্ছে করছিল, তখন কম বয়সী একজন জিজ্ঞেস করল, তা আপনার লেজটা কাটা গেল কেমন করে? লেজ কাটা শেয়াল আমতা আমতা করে বলল, আমি যখন আমেরিকা ছিলাম, তখন একদিন সবাই চিৎকার করে বলল, আপনি আমেরিকা ছিলেন ? কতদিন? প্রায় বছর পাঁচেক। সেটা তাে আগে বলবেন ! আমরা বুঝতে পারি নাই ভাই মাপ করে দিবেন। একজন আমেরিকা ফেরৎ মানুষের কথা আমরা অবিশ্বাস করে ফেলছিলাম, কি সর্বনাশ! সবাই মাথা নেড়ে বলল, কি সর্বনাশ! কি সর্বনাশ! কম বয়সী শেয়ালটি বলল, চল সবাই লেজ কেটে ফেলি আমাদের। চল, চল, আর দেরী করে কাজ নেই। ব্যথা করবে না তাে আবার? করলেই আর কত ব্যথা করবে ? লেজের গােড়ায় একটা ইনজেকশান দিয়ে স্টেরিলাইজড চাকু দিয়ে কপ করে কেটে ফেলবে। তারপর কাটা জায়গায় একটা এন্টিসেপটিক লােশান লাগিয়ে দেবে, দুই দিনে ঘা শুকিয়ে যাবে! যদি চাও একটা এন্টিবায়ােটিকের কোর্স শুরু করতে পার— পরের দিনই সব শেয়াল নিজেদের লেজ কেটে ফেলল। বুড়ােমত শেয়ালটা একটু গাঁইগুই করছিল অন্যেরা জোর করে ধরে তার লেজটাও কেটে দিল।
দুর্বচন: বিদেশের এক্সপার্টদের কথা অমৃত সমান!





No comments
Post a Comment