ads

কুরআনের কি চমৎকার সমাধান।

কুরআনের কি চমৎকার সমাধান।



 যখন আমি হতাশায় থাকি, কোরআন বলে:- "আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা বিশ্বাসী হও।" -------[সূরা মায়েদা:২৩] .

 যখন আমি গুনাহ করি, কোরআন বলে:- "আল্লাহ ছাড়া কে ক্ষমা করবেন"?? -----[ সূরা ইমরান:১৩৫] . .

যখন আমি ক্ষমা চাই, কোরআন বলে:-" আল্লাহ তওবা কবুলকারী,করুনাময়" ------[সূরা তাওবা:১০৪] . .

যখন আমি বিপদে পড়ি, কোরআন বলে:- "অবশ্যই আমি তোমাদিগকে পরিক্ষা করবো কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।" ------[ সূরা বাকারা:১৫৫] . .

 যখন আমি অস্থির থাকি, কোরআন বলে:-" যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট।" -------[ সূরা তালাক:৩] . .

যখন আমি কষ্ট পাই, কোরআন বলে:-" নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।" -------[সূরা আলাম-নাশরাহ:৬] . .

 যখন আমি কষ্ট সহ্য করতে চাই না, কোরআন বলে:- "যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আর আমি কাউকে তার সামর্থ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না। তাঁরা হচ্ছে জান্নাতবাসী সেখানে তাঁরা চিরকাল থাকবে" --------[সূরা আরাফ:৪২] . .

যখন আমি ধৈর্য্য ধরি, কোরআন বলে:- "যারা সবরকারী তারা পুরষ্কার পায় অগনিত।" -------[সূরা যুমার:১০] . .

 যখন আমি মনে করি এতো এতো গুনাহ্ করে ফেলেছি,হয়তো আর মাফ পাব না! তখন কোরআন বলে:-‘"হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।" .. ... " অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’।" --------[সূরা যুমার:-৫৩] ,

"আল্লাহু আকবর__আল্লাহু আকবর__আল্লাহু আকবর" এটাই হচ্ছে আমার রবের কালাম। আল্লাহ আমাদের সবাইকে সরল পথে চলার তৌফিক দাও! .. . তুমি যাকে ভালবাস তাকে সৎপথ দেখাতে পারবে না, বরং আল্লাহ্ই যাকে চান সৎ পথে পরিচালিত করেন, সৎপথপ্রাপ্তদের তিনি ভাল করেই জানেন। --------- "(সুরাঃ আল-কাসাস, আয়াতঃ ৫৬)!!

- যখন আমি বিষন্ন থাকি, কোরআন বলে:-" যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক। তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে।" -----[সূরা বাকারা:২৫৭] . আলহামদুলিল্লাহ !!

No comments

Powered by Blogger.