ads

ইমাম শাফেঈর ১০ অমূল্য উপদেশ।

ইমাম শাফেঈর ১০ অমূল্য উপদেশ।


হিজরী দ্বিতীয় শতকের মহান মুজতাহিদ আলেম ইমাম আবু আবদিল্লাহ মুহাম্মাদ ইবন ইদরিছ আল-শাফেঈ (রহ.)। পৃথিবীর কোটি কোটি মুসলমান আজও যার ইজতিহাদের আলোকে শাফেঈ মাযহাব অনুসারে ইসলামী জীবন যাপন করে চলেছেন। এ নিবন্ধে তাঁরই দশটি বাণী পাঠকদের কাছে তুলে ধরা হল–

১. জীবনোপায় নিয়ে দুশ্চিন্তায় অস্থির না হয়ে শান্ত থাকা : আমি প্রশান্তি অনুভব করি এই ভেবে যে, যা আমার, তা কখনো আমাকে ছেড়ে যাবে না, আর যা আমি পাইনি, তা কখনো আমার পাওয়ার কথা ছিলো না।

২. অন্যের সমালোচনা, দোষ খোঁজা থেকে বিরত থাকা : নিজের জিহ্বা দিয়ে অন্যের ভুল বর্ণনা করো না। কারণ তুমি নিজেই ভুলে ভরা আর জিহ্বা অন্যদেরও আছে। নিজের চোখ দিয়ে অন্যের ভুল দেখো না, চোখ সরিয়ে নাও আর চোখকে বলো, চোখ কিন্তু অন্যদেরও আছে।

৩. নিজের গোপন কথা বলে অন্যদের কাছে বলতে না করা বোকামি : নিজের গোপনীয় ব্যাপার যে অন্যকে বলে আর সেটা প্রকাশ হয়ে যাওয়ার জন্য অভিযোগ করে, তাহলে সে একটি বোকা। নিজের ভেতরে যদি কথা রাখার জায়গা না হয়, তাহলে অন্যের ভেতরে আরও জায়গা নেই।

৪. তাকওয়াহীন ব্যক্তি মর্যাদাহীন : আল্লাহভীতি দান করে যাকে সম্মানিত করা হয়নি, তার আর কোনো সম্মানই নেই।

৫. অন্যের দোষত্রুটি খোঁজার সময় জ্ঞানী ব্যক্তির নেই : জ্ঞানী ব্যক্তির নিজের পাপ নিয়েই উদ্বিগ্নতা তাকে অন্যের দোষ-ত্রুটি ধরা থেকে বিরত রাখে।

 ৬. গীবতকারীর চরিত্র আপনার ও অন্যের কাছে একই : আপনার কাছে এসে যে অন্যের বদনাম করে, সে অন্যের কাছে গিয়ে আপনারও বদনাম করবে।

৭. বন্ধুত্বের প্রমাণ বন্ধুদেরও বন্ধু হওয়া : কেউ আপনার বন্ধু, তার প্রমাণ হচ্ছে, আপনার অন্য বন্ধুদেরও সে বন্ধু।

৮. মূর্খের সঙ্গে তর্ক বৃথা : আমি হয়তো অনেকজন জ্ঞানীর সঙ্গে তর্কে জিততে পারবো, কিন্তু একজন মূর্খের সঙ্গে পারবো না কখনোই।

৯. এক অন্তরে আল্লাহ ও দুনিয়ার ভালোবাসা একত্রিত হয় না : যে বলে যে দুনিয়া ও আল্লাহকে একইসাথে ভালোবাসে, সে আসলে মিথ্যা বলে।

১০. নিজ বিশ্বাসের প্রতি অবাধ্য যে, সে অন্যের জন্য বিশ্বস্ত নয় : আল্লাহকে যে ভালোবাসে না, তাদের ভালোবেসো না। কারণ যে আল্লাহকে ছেড়ে থাকতে পারে, সে তোমাকে ছেড়েও থাকতে পারবে।

No comments

Powered by Blogger.