পদ্মা ব্যাংকের লোগো চূড়ান্ত
পদ্মা ব্যাংকের লোগো চূড়ান্ত
কেলেঙ্কারি থেকে বেরিয়ে ভাবমূর্তি পুনরুদ্ধারের লক্ষ্যে নাম পরিবর্তন করেছে ফারমার্স ব্যাংক; এর নতুন নাম হয়েছে পদ্মা ব্যাংক লিমিটেড। নতুন নামের নতুন লোগোও চূড়ান্ত করেছে ব্যাংকটি। ১৬ মার্চ শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে লোগোটির আনুষ্ঠানিক উন্মোচন করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নতুন নামে-নতুন লোগোতে, নতুন উদ্যোগে আমরা ব্যাংকটির কার্যক্রম শুরু করছি। আশা করছি গ্রাহকদের আস্থা অর্জন করতে পারব।” ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগে সমালোচিত ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক’ করার অনুমতি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছিল বর্তমান পরিচালনা পর্ষদ।
৩০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকটির নতুন এই নামের প্রস্তাব অনুমোদন দেয়। চাপের মুখে গত বছরের শুরুতে চেয়ারম্যান পদ ছাড়তে হয় ব্যাংকের প্রতিষ্ঠাতা ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরকে। ২০১৬ সালে শত শত কোটি টাকা অনিয়ম দেখে ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ফারমার্স ব্যাংকের ৬০ শতাংশের বেশি শেয়ারের মালিক এখন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এবং ইনভেস্টমেন্ট করপোরেশান অব বাংলাদেশ। ২০১৩ সালে ব্যাংকটির যাত্রা শুরু হয়। ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের কারণে ২০১৮ সালের প্রথম দিকে সরকারের হস্তক্ষেপে ডুবতে থাকা এই ব্যাংকটির বেশিরভাগ শেয়ার রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এবং আইসিবি কিনে নয়।
কেলেঙ্কারি থেকে বেরিয়ে ভাবমূর্তি পুনরুদ্ধারের লক্ষ্যে নাম পরিবর্তন করেছে ফারমার্স ব্যাংক; এর নতুন নাম হয়েছে পদ্মা ব্যাংক লিমিটেড। নতুন নামের নতুন লোগোও চূড়ান্ত করেছে ব্যাংকটি। ১৬ মার্চ শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে লোগোটির আনুষ্ঠানিক উন্মোচন করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নতুন নামে-নতুন লোগোতে, নতুন উদ্যোগে আমরা ব্যাংকটির কার্যক্রম শুরু করছি। আশা করছি গ্রাহকদের আস্থা অর্জন করতে পারব।” ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের অভিযোগে সমালোচিত ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে ‘পদ্মা ব্যাংক’ করার অনুমতি চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছিল বর্তমান পরিচালনা পর্ষদ।
৩০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকটির নতুন এই নামের প্রস্তাব অনুমোদন দেয়। চাপের মুখে গত বছরের শুরুতে চেয়ারম্যান পদ ছাড়তে হয় ব্যাংকের প্রতিষ্ঠাতা ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীরকে। ২০১৬ সালে শত শত কোটি টাকা অনিয়ম দেখে ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ফারমার্স ব্যাংকের ৬০ শতাংশের বেশি শেয়ারের মালিক এখন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এবং ইনভেস্টমেন্ট করপোরেশান অব বাংলাদেশ। ২০১৩ সালে ব্যাংকটির যাত্রা শুরু হয়। ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের কারণে ২০১৮ সালের প্রথম দিকে সরকারের হস্তক্ষেপে ডুবতে থাকা এই ব্যাংকটির বেশিরভাগ শেয়ার রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এবং আইসিবি কিনে নয়।






No comments
Post a Comment