ads

গলায় আটকে থাকা কাটা সরান সহজেই

গলায় আটকে থাকা কাটা সরান সহজেই।



অনেকেই মাছের কাঁটা দূর করার সহজ উপায় হিসেবে কলা বা এক দলা ভাতের মণ্ড গিলে খাওয়ার পরামর্শ দেন। এসব ছাড়াও বেশ কিছু ঘরোয়া উপায়ে রয়েছে যাতে সহজেই দূর করা যায় মাছের কাঁটা। 

 অলিভ ওয়েল- গলায় কাঁটা বিঁধলেই সময় নষ্ট না করে এক চা চামচ অলিভ অয়েল খেয়ে নিন। এতে কাঁটা খুব সহজেই গলা থেকে নেমে যাবে। 

 কোকাকোলা- গলায় আটকা কাঁটা নামানোর অন্যতম পদ্ধতি হচ্ছে কোকাকোলা। গলায় কাঁটা আটকার সঙ্গে সঙ্গে এক গ্লাস কোক পান করলে কাঁটা সহজেই নরম হয়ে নেমে যায়। এই পদ্ধতিতে খুব সহজেই সমস্যার সমাধান হয়। 

 পাতি লেবুর রস- উষ্ণ গরম জলে একটু লেবুর রস মিশিয়ে পান করুন। লেবুর অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে দেয়। ফলে এই পানীয় গলায় অটকে থাকা কাঁটা নামিয়ে দেয় খুব সহজেই। 

 হোমিওপ্যাথি চিকিৎসা- গলায় আটকে থাকা মাছের কাঁটা নামানোর সর্বাধিক কার্যকরী চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি। এর জন্য আপনাকে নিকটস্থ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে।

No comments

Powered by Blogger.