গ্রামীণফোনের সব সাইটেই উচ্চগতির ইন্টারনেট।
গ্রামীণফোনের সব সাইটেই উচ্চগতির ইন্টারনেট।
উন্নত নেটওয়ার্ক নিশ্চিতকরণের ধারাবাহিকতায় দেশে শতভাগ মোবাইল ব্রডব্যান্ড ডেটা নেটওয়ার্ক কার্যকরের ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। ফলে প্রায় ১৫ হাজারের বেশি নেটওয়ার্ক সাইটের আওতায় থাকা সবাই দ্রুতগতির থ্রিজি বা ফোরজি সেবা উপভোগ করতে পারবেন,
গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞেপ্তিতে জানায়, তাদের নেটওয়ার্কের মাধ্যমে ৩ কোটি ৬০ লাখ ডেটা গ্রাহককে সেবাদান করছে, যার মধ্যে ফোরজি ডেটা গ্রাহক রয়েছেন ৭০ লাখ। গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন, নেটওয়ার্ক কাভারেজ ও উন্নত মান বজায় রাখার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিই আমরা। এরই ধারাবাহিকতায় এ পদক্ষেপের ফলে সকল বর্তমান ও নতুন গ্রাহক উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, ২০১৩ সালে থ্রিজি এবং গত বছর ফোরজি চালুর সময় থেকে নিজেদের নেটওয়ার্ক সম্পূর্ণরূপে হালনাগাদ করেছে গ্রামীণফোন, যা সম্পূর্ণভাবে ডেটা ইন্টিগ্রেটেড নেটওয়ার্কে রূপান্তরিত হয়েছে।
উন্নত নেটওয়ার্ক নিশ্চিতকরণের ধারাবাহিকতায় দেশে শতভাগ মোবাইল ব্রডব্যান্ড ডেটা নেটওয়ার্ক কার্যকরের ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। ফলে প্রায় ১৫ হাজারের বেশি নেটওয়ার্ক সাইটের আওতায় থাকা সবাই দ্রুতগতির থ্রিজি বা ফোরজি সেবা উপভোগ করতে পারবেন,
গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞেপ্তিতে জানায়, তাদের নেটওয়ার্কের মাধ্যমে ৩ কোটি ৬০ লাখ ডেটা গ্রাহককে সেবাদান করছে, যার মধ্যে ফোরজি ডেটা গ্রাহক রয়েছেন ৭০ লাখ। গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন, নেটওয়ার্ক কাভারেজ ও উন্নত মান বজায় রাখার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিই আমরা। এরই ধারাবাহিকতায় এ পদক্ষেপের ফলে সকল বর্তমান ও নতুন গ্রাহক উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, ২০১৩ সালে থ্রিজি এবং গত বছর ফোরজি চালুর সময় থেকে নিজেদের নেটওয়ার্ক সম্পূর্ণরূপে হালনাগাদ করেছে গ্রামীণফোন, যা সম্পূর্ণভাবে ডেটা ইন্টিগ্রেটেড নেটওয়ার্কে রূপান্তরিত হয়েছে।






No comments
Post a Comment