ads

ক্রাইস্টচার্চ হামলা: মুসলিমদের পাশে ইহুদি-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ

ক্রাইস্টচার্চ হামলা: মুসলিমদের পাশে ইহুদি-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ





নিউজিল্যান্ডে শ্বেতাঙ্গ সন্ত্রাসী হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রে মুসলমানদের পাশে দাঁড়িয়েছে ইহুদি-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষেরা। দেশজুড়ে ছড়িয়ে দিচ্ছেন সম্প্রীতির বার্তা। সোমবার (১৮ মার্চ) নিউইয়র্কে বাংলাদেশিদের পরিচালিত মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টারে সমাবেশ করেন আন্ত:ধর্মীয় নেতারা। নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহতের ঘটনার পর প্রতিদিন যুক্তরাষ্ট্রের মসজিদগুলো সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। মূলধারার গণমাধ্যমে এসব সমাবেশ গুরুত্বের সাথে প্রচার হচ্ছে। গতকাল নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে আসেন সব ধর্মের নেতারা। বাংলাদেশি মুসলিম কমিউনিটি নেতা ডা. মাহমুদুর রহমান তুহিন বলেন, 'আজকে সমস্ত ধর্মের লোকেরাই মসজিদে এসেছেন। ধর্মীয় নেতারা সহিংসতা বন্ধে সব ধর্মের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন। নিউইয়র্কের ইহুদি নেতা মার্ক শ্নায়ার বলেন, এখানকার মুসলিম ভাইদের সাথে আমরা একসাথেই থাকি। তারা নিউজিল্যান্ডের হামলার পর এ নিয়ে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদদের সোচ্চার থাকায় তাদের ভূমিকার প্রশংসা করেন। নিউইয়র্ক শহরের অন্যতম বড় মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টার বাংলাদেশিরা পরিচালনা করেন। বিশ্বজুড়ে এ মুহূর্তে ধর্মীয় রাজনীতিকে ঘিরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তাকে ঘিরে নিউইয়র্কের আন্ত-ধর্মীয় নেতারা এ মসজিদকে ঘিরে এখন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

No comments

Powered by Blogger.